বিদেশি অর্থায়নে ৫ হাজার পর্যবেক্ষক থাকবে: ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ রিপোর্টার, সিলেট:>>>
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় পাঁচ হাজার দেশীয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে। জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।
আজ বৃহস্পতিবার সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এবং বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।
এলিসন ব্লেইক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। নির্বাচনে সব দলের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররাও যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এলিসন ব্লেইকসহ ৪ সদস্যের প্রতিনিধি দল দুপুর ২টায় সিলেট নগরীর ধোপাদিঘীপারস্থ হাফিজ কমপ্লেক্সে ড. এ কে আবদুল মোমেনের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। এ সময় ড. মোমেন তার নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন। এরপর বিকেল ৩টায় নগরীর কাজির বাজারে খন্দকার আবদুল মুক্তাদিরের বাসায়ও যান তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।তাকে আমি জানিয়েছি নৌকার প্রচার প্রচারণায় বিরোধী দলের লোকজন বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।
খন্দকার মুক্তাদির বলেন, নির্বাচনের পরিবেশ কেমন, ভোট নিয়ে চিন্তাভাবনা কেমন, কি রকম নির্বাচন আশা করি হাইকমিশনার আমাদের কাছে এগুলো জানতে চেয়েছেন। আমি বাস্তব বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। উনারা চান সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক।