বাংলাদেশীরাও বিয়ে করতে পারবেন সৌদি নারীদের, থাকছে মাসিক বেতনসহ পেনশন!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৯

জিএসনিউজ ডেক্সঃ>>>

এবার সৌদি নারীদের বিদেশীরাও বিয়ে করতে পারবেন। বিধি নিষেধ তুলে দিয়ে এমন সুযোগ করে দিচ্ছে খোদ সৌদি সরকার। আর এই ক্ষেত্রে বাংলাদেশীরাও বিয়ে করতে পারবেন সৌদি নারীদের!

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ বিদেশী অভিবাসীদের জন্য এমনই সুখবর জানিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। সৌদি পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছে সেদেশের অনেক নারী। এমন এক পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধি নিষেধ তুলে নিয়েছেন।

তবে এজন্য ‘স্পেশাল এক্সপ্যাক্ট’ সিস্টেমে তাদেরকে পূর্ব হতেই নিবন্ধন করতে হবে। প্রবাসীরা শুধু সৌদি নারীদের বিয়ে করার সুযোগের সঙ্গে সঙ্গে তারা পেনশনসহ বেতন সুবিধাও ভোগ করতে পারবেন!

সৌদির ইনস্যুরেন্সভিত্তিক এক সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সৌদিতে কোনো বিদেশী অভিবাসী যদি কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন সুবিধা পাবেন।

আপনার মতামত লিখুন :