কাশ্মীরে আবারো স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে মেজরসহ নিহত ৫ সেনা

কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে রাতভর চলা বন্দুকযুদ্ধে এক মেজরসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এতে আরও দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত এক সেনা ও এক বেসামরিক নাগরিককের অব্স্থা আশঙ্কাজনক।
সোমবার ভোররাতে পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর যৌথ অভিযান চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে মেজর ডিএস ধনদিয়াল, হেড কনস্টেবল সেভ রাম, সিপাহি অজয় কুমার ও হরি সিং নিহত হন। বন্দুকযুদ্ধে গুরুতর আহত সিপাহি গুলজার মোহাম্মদ পরে চিকিৎসাধীন অবস্থায় বাদামিবাগ শ্রীনগর হাসপাতালে মৃত্যুর কাছে হার মানেন।
পুলিশ জানায়, পিংলান এলাকায় কয়েকজন ‘সন্ত্রাসী’ জড়ো হয়েছে এমন নির্ভরযোগ্য তথ্যে অভিযান চালায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশ এবং সিআরপিএফ। এখনো সেখানে একাধিক ‘সন্ত্রাসীরা’ লুকিয়ে আছে, তারা গুলি চালাচ্ছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি এই জেলায় সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক। এঘটনায় গোটা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।