মন্ত্রীর হেলিকপ্টার ক্ষেতে নামতে না দেওয়ায় কৃষককে বিষ খাইয়ে হত্যা

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়েডুর হেলিকপ্টার ক্ষেতে নামতে না দেওয়া পুলিশের বিরুদ্ধে এক কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছে। বিষ খাইয়ে তাকে হত্যা।

ভারতের দক্ষিণ-পূর্বের রাজ্য অন্ধ্রপ্রদেশে এ ঘটনায় তোলপাড় পড়েছে। অভিযোগ অস্বীকার করে নিহত কৃষকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

নিহত কৃষকের নাম কোটেশ্বর রাও ওরফে কোটাইয়া। চন্দ্রবাবুর হেলিকপ্টার নামার কিছুক্ষণ আগেই পেঁপে ক্ষেত থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এসময় স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এলাকাবাসী জানায়, তার ক্ষেতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামতে দিতে অস্বীকার করায় এই পরিণতি হয়েছে কোটেশ্বরের। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও।

আর এ ঘটনায় বিজেপির পক্ষে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে এলাকাবাসী। ইতোমধ্যে ঘটনার তদন্তে প্রতিনিধি দল পাঠিয়েছে সে রাজ্যের অন্যতম বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস।

আপনার মতামত লিখুন :