ভারত-পাকিস্তানের গোলাবিনিময়ে গ্রাম ছাড়ছে আতঙ্কিত এলাকাবাসী

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

বিরোধপূর্ণ কাশ্মীরে সীমান্তবর্তী অঞ্চলে ভারত-পাকিস্তানের গোলাবিনিময়ে আতঙ্কে হাজারখানেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ এ কথা জানিয়েছে। সর্বশেষ এ সংঘর্ষের ফলে অঞ্চলটির ১৫ বছরের পুরনো অস্ত্রবিরতি প্রশ্নের মুখে পড়েছে। খবর রয়টার্স।

শনিবার তথাকথিত লাইন অব কন্ট্রোলের (এলওসি) নিকটবর্তী উরি অঞ্চলে গোলাবিনিময় শুরু হয়। দুই পক্ষের সর্বশেষ এ সংঘাতের পেছনের কারণ স্পষ্ট নয়। তবে চলতি মাসের শুরুতে কাশ্মীরের ভারতীয় শিবিরে এক হামলায় ছয় সৈন্য নিহত হওয়ার পর এলাকাটিতে উত্তেজনা বৃদ্ধি পায়।

ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। এ ধরনের ‘দুর্ভাগ্যজনক আচরণে’র জন্য পাকিস্তানকে পরিণাম ভোগ করতে হবে বলে সে সময় সতর্ক করে ভারত।

কাশ্মীর পুলিশের সুপারিনটেনডেন্ট ইমতিয়াজ হুসাইন বলেন, পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া কামানের গোলা উরিতে এসে পড়েছে। এতে আতঙ্কিত হাজারখানেক গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

এক ভারতীয় কর্মকর্তা ভারতের পক্ষ থেকে পাল্টা গোলাবর্ষণের কথা জানিয়েছেন। উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠিত অস্ত্রবিরতির পর প্রথমবারের মতো বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলটিতে ভারী গোলাবিনিময়ের ঘটনা ঘটল।

তবে ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতির পর গত কয়েক বছরে অঞ্চলটিতে নিয়মিতভাবে হালকা অস্ত্র ও মর্টারের গোলাবর্ষণের মতো ঘটনা ঘটতে দেখা গেছে।

পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে হুসাইন বলেন, পাকিস্তান কর্তৃপক্ষ মসজিদ থেকে এলওসির কাছে বসবাসরত ভারতীয়দের গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে প্রায় ৭০০ জন উরি স্কুলে আশ্রয় নিয়েছে বলে হুসাইন জানান।

আপনার মতামত লিখুন :