এবার ৩০০ জঙ্গি নিহতের দাবি প্রত্যাহার করে যা বললো ভারত

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪১ এএম, ০৪ মার্চ ২০১৯

আন্তর্জাতিক ডেক্সঃ>>>>

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামার সেনাবহরে করা জঙ্গি হামলার পর পাক-ভারত মধ্যকার উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। এর অংশ হিসেবে গত (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে দুদেশের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান।

আর এতেই প্রায় তিন শতাধিক জঙ্গি প্রাণ হারিয়েছে বলে দাবি করেছিল ভারত। যদিও দেশটির করা এ হামলায় মাত্র একজন সামান্য আহত হয়েছেন বলেও পাল্টা দাবি করেছিল পাক-পররাষ্ট্র মন্ত্রণালয়

তবে এবার নিজেদের এমন দাবি থেকে পুরোপুরি সরে এসেছে নয়া দিল্লি। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী এস এস অহলুওয়ালিয়ার দেওয়া সাক্ষাৎকারের বরাতে রবিবার (৩ মার্চ) করা প্রতিবেদনে এই দাবি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, ভারতের এ ধরনের দাবি প্রচারের জন্য সাক্ষাৎকারে দেশটির গণমাধ্যমকেই দায়ী করেছেন বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী এস এস অহলুওয়ালিয়া।

সাক্ষাৎকারে কেন্দ্র সরকারের এ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা সরকারি মুখপাত্রের পক্ষ থেকে কখনোই এই জঙ্গি নিহতের বিষয়ে তাদের সংখ্যা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমের সাহায্যে এগুলো ছড়ানো হয়েছে।’

ভারতীয় এই সংবাদমাধ্যমটির দাবি, গত শনিবার (২ মার্চ) শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস এস অহলুওয়ালিয়া।

সেখানেই তিনি বলেন, ‘গত কয়েকদিনে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দুই ধরনের সংবাদমাধ্যমের রিপোর্টই আমি পড়েছি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যও শুনেছি। সেখানে তিনি এর কোনো যায়গাতেই নিহত এই জঙ্গির সংখ্যা উল্লেখ করেননি।’

কেন্দ্রীয় এ মন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানে বোমাবর্ষণের পর রাজস্থানের চুরুতে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে একবারের জন্যও কি তিনি ৩০০ জঙ্গি মারা গেছে বলে দাবি করেছিলেন? বিজেপির কোনো মুখপাত্রের পক্ষ থেকে কি এই জঙ্গি মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়েছে? অমিত শাহ কি কখনো তেমন কিছু বলেছিলেন?’

উল্লেখ্য, মূলত পাকিস্তান সরকারকে বার্তা দিতেই নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে তাদের ভূখণ্ডে প্রবেশ করে সেখানে বোমা ফেলেছিল ভারতীয় বিমানবাহিনী বলেও দাবি করেছেন অহলুওয়ালিয়া।

বিজেপির এ সাংসদের কথায়, ‘সব পাহারা টপকে শত্রুর বাড়ির পাশে বোমা ফেলেছি ঠিকই। তবে এতে সাধারণ মানুষের প্রাণহানি হোক তা আমরা কখনোই চাইনি। কেবল মাত্র কড়া বার্তা দেওয়াই উদ্দেশ্য ছিল আমাদের। যেন তারা বুঝতে পারে যে, শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।’

আপনার মতামত লিখুন :