ট্রাম্প করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: ইরানি অ্যাডমিরাল

ডোনাল্ড ট্রাম্পকে করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক বলেছেন ইরানের একজন সামরিক কর্মকর্তা।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই সময়ে ইরানে ওপর চিকিৎসাসামগ্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট সেটাই প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিক্যুরিটি কাউন্সিলের সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি।
আলি শামখানি ট্রাম্পের এই পদক্ষেপকে বেআইনি ও অমানবিক বলে মন্তব্য করেন। আল জাজিরা জানায়। রবিবার আলি শামখানি টুইটারে ইরানে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর দেশটিকে সাহায্য করার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদক্ষেপের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, এটা অন্যায়, অমানবিক। এটা ইরানের সাধারণ মানুষের সঙ্গে ট্রাম্পের বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা পাওয়ার ব্যাপারে ট্রাম্পের বিরোধিতাকে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও মন্তব্য করেন।
জিএসনিউজ/এমএইচএম/এএএন