যে বিষয়গুলো নিশ্চিত হলে লকডাউন তোলা যাবে
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা। আর তাই দেশে দেশে চলছে লকডাউন। যাতে বিপাকে পড়ছে খেটে খাওয়া মানুষ, ভেঙে পড়ছে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা। তবুও লকডাউনেই রাখতে হচ্ছে বিশ্বকে। করোনার ভয়ে মাসের পর মাস এভাবে ঘরবন্দী থাকা সম্ভব নয়। কেননা টানা লকডাউনের ফলে বহু মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
তাই যে দেশগুলোতে এখন লকডাউন চলছে, তাদের এ বন্দিদশা কাটানোর উপায় বাতলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা ভালো, একটি গাইডলাইন বেঁধে দেয়া হলো। এই এই বিষয়গুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত লকডাউন তোলা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে,
লকডাউন তুলতে হলে অন্তত ৬টি বিষয় মাথায় রাখতে হবে আক্রান্ত দেশগুলোকে-
১। সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে।
২। স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এমন জায়গায় পৌঁছে গেছে যে, সংক্রমণ হলেও আক্রান্তদের শনাক্ত করে তাদের পরীক্ষা, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা করা যাবে।
৩। হাসপাতাল বা নার্সিংহোমগুলোতে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে।
৪। স্কুল, অফিসের মতো প্রয়োজনীয় জায়গায় করোনা প্রতিরোধ করার মতো পরিকাঠামো তৈরি হয়ে গেছে।
৫। কঠিন পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত।
৬। নতুন স্বাস্থ্য বিধি সম্পর্কে সকলে সচেতন এবং এর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত।
এই গাইডলাইন জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে বলা হয়েছে, আমরা জানি এ ভাইরাস জনবহুল জায়গা থেকে ছড়ায়। আবার আমরা এটাও জানি যে, শুরু থেকে রোগীকে শনাক্ত করে, পরীক্ষা করে আইসোলেট করতে পারলে এমনিই এ ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে।
জিএসনিউজ/এমএইচএম/এএএন



