লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২২ পিএম, ২১ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে শিগগিরই লকডাউন তুলে নিলে করোনাভাইরাস আরো ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লকডাউন তুলে নিতে হবে ধীরে ধীরে এবং সেটা হতে হবে সাবধানতার সঙ্গে। সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তা তাকেশি কাসাই এক অনলাইন সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব কথা বলেন। নাগরিকদের নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে আরো সময় দেয়া উচিত বলেও মন্তব্য তার।

তাকেশি আরো বলেন, করোনার কার্যকর টিকা আবিস্কারের আগে কোনভাবেই অসতর্ক হওয়া যাবে না। গেল কিছুদিন ধরেই ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হয়েছে। তেসরা মে থেকে পুরোপুরি লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা বেশিরভাগ দেশের।

চীন থেকে শুরুর পর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৮ জন মানুষ। এই মহামারিতে প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় ৫,৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লক্ষ মানুষ আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লক্ষ ৭০ হাজার।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :