চীনে ১০ দিনে করোনায় মৃত্যু নেই

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৭ পিএম, ২৬ এপ্রিল ২০২০

চীনে গত ১০ দিনে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ১৭ই এপ্রিল থেকে দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩২ জন। আক্রান্তের সংখ্যাও খুব কম।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, করোনার উৎপত্তিস্থল উহানে একদিনে মাত্র ১১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে পাঁচজনই দেশের বাইরের এবং বাকি ছয়জন হেইলংজিয়াং ও গোয়াংডং প্রদেশের।

গত ১০ই জানুয়ারি করোনায় প্রথম মৃত্যু খবর জানায় দেশটি। এরপর মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে উহান লকডাউনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করায় তিন মাসের মধ্যেই মৃত্যু ও আক্রান্তের হার কমতে থাকে। চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৮২ হাজার ৮১৬ জন।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :