বিশ্বব্যাপী করোনায় মৃতের হার কমছে

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৭ পিএম, ২৭ এপ্রিল ২০২০

করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন সাড়ে আট লাখের বেশি মানুষ।

করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ঙ্কর রূপ নিয়েছে। তবে আশার কথা হলো আস্তে আস্তে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় কমেছে মৃত্যু। একদিনে দেশটিতে মারা গেছেন ১১শ ৫৭ জন। যা গত এক সপ্তাহে সর্বনিম্ন। মার্চের পর সবচেয়ে কম মৃত্যু রেকর্ড করা হয়েছে নিউইয়র্কে, একদিনে প্রাণহানি হয়েছে ৩৬৭ জনের। যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা এখন ৫৫ হাজারের বেশি।

করোনায় প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে মোট মারা গেছেন ২৬ হাজারের বেশি মানুষ। তবে আগের তুলনায় মৃত্যু হার কমে যাওয়ায় আগামী ৪ঠা মে থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটি। গত ঘণ্টায় মারা গেছেন ২৮৮ জন, যা মার্চের পর সর্বনিম্ন।

স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে ২৮৮ জন। যা একমাসের মধ্যে সর্বনিম্ন। এ পরিস্থিতিতে দেশটির কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছে। তবে পুরোপুরি লকডাউন তুলে নেয়া হতে পারে মে মাসের শেষের দিকে।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪১৩জন। আগের দিনের থেকে এ সংখ্যা প্রায় অর্ধেক।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৯ লাখ ৯৪ হাজারের বেশি। সুস্থ হয়েছেন আট লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :