বিশ্বে ৩৪ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত

সারা বিশ্বই যেন মৃত্যুপুরী। স্বরণকালের অন্যতম ভয়াবহ মহামারি করোনাভাইরাসের ছোবলে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ১৯শ’ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমার হার অব্যাহত থাকলেও ব্যতিক্রম শুধু যুক্তরাজ্য। দেশটিতে একদিনে মারা গেছেন ৭৩৯ জন। এদিকে করোনাভাইরাস মানুষের তৈরি নয় বলে আবারও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এখন প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার। গত ২৪ ঘন্টায় ৫,৬২৪ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে ৫০ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।
সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২,৩৯,৫৯২ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ৮৩০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫৫২ জন মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লক্ষ ৮০ হাজার ১০০ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০ লক্ষ ৭৮ হাজার ৯২৫ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫১,৩৫৫ জন।
এদিকে, করোনা চিকিৎসায় জরুরি প্রয়োজনে ‘রেমডাসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১লা মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এর আগে মার্কিন বিজ্ঞানী ও জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি স্টিফেন ফাউসি ‘রেমডাসিভির’–এর কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানান। ট্রায়াল হিসেবে এই ওষুধের কার্যকারিতার প্রমাণের পর একেবারে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে ‘রেমডাসিভির’ ব্যবহৃত হচ্ছিলো।
তবে, করোনা সংক্রমণে এখনও একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেই। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয় ১,৮৯৭ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৫,৭৬৬ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লক্ষ ৩১ হাজার ৩০ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৬১ হাজার ৫৬৩ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭ জন।
এদিকে, গত কয়েকদিনের মতোই ইউরোপে পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমছে মৃত্যু ও নতুন আক্রান্তের সংখ্যা। স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৪,৮২৪ জনের। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮১ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ৯৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৪৫০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৮ জন।
অন্যদিকে, ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৬৯ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৮,২৩৬ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৪২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯৪৫ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৫ জন।
এছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,২০১ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ২৭,৫১০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ২১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২৪,৫৯৪ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৩৪৬ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ২১২ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন।
তাছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ২১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২৪,৫৯৪ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৩৪৬ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ২১২ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন।
এদিকে, ইউরোপের আরেক দেশ রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪৩১ জন ও মৃতের সংখ্যা ১,১৬৯ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২২০ জন। আর, তুরস্কতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৯২ জন। তবে, সুস্থ হয়েছেন ৫৩,৮০৮ জন। আর, দেশটিতে মৃত্যু ঘটেছে ৩,২৫৮ জনের। দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার কম। বেলজিয়াম ও জার্মানিতেও ক্রমাগত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে। বেলজিয়ামে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ৭,৭০৩ জনের মৃত্যু হয়েছে। আর, জার্মানিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬,৭৩৬ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১১৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৬৮ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে মৃতের সংখ্যা ৫শ; ছাড়িয়েছে। মৃতদেহ সৎকারে গণকবর তৈরি করেছে প্রশাসন। দেশটিতে মোট মৃত এখন সাড়ে ছয় হাজার, আক্রান্ত ৯২ হাজারেরও বেশি। আর, ভারতে একদিনে প্রায় ২৪শ’ আক্রান্তসহ মোট আক্রান্ত এখন ৩৭ হাজারেরও বেশি।
জিএসনিউজ/এমএইচএম/এএএন