চট্টগ্রামের পর্যটকদের জন্য আরও সহজ হল ভারতীয় ভিসা
চট্টগ্রাম ব্যুরো:>>>
চট্টগ্রাম থেকে পর্যটক ভিসায় ভারত যেতে আগ্রহীদের ভিসা ফরম জমা দিতে আর সুনির্দিষ্ট তারিখের প্রয়োজন হবে না।
আগামী ৯ জুলাই থেকে আগ্রহীরা অনলাইনে ফরম পূরণ করে সরাসরি চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের ভিসা সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে পারবেন।
সোমবার চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন জমা নেওয়া হবে।
‘ট্যুরিস্ট ভিসার’ ক্ষেত্রে ওই দিন থেকে কনফার্ম টিকিট জমা দেওয়ারও প্রয়োজন হবে না। শুধুমাত্র চট্টগ্রাম ভিসা সেন্টার থেকে ‘পরীক্ষামূলকভাবে’ এ প্রক্রিয়ায় ভিসার আবেদন গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া চিকিৎসা, বাণিজ্য, সেমিনার, জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের ভিসা আবেদনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, এ শ্রেণিতে ভিসা ফরম জমা দিতেও সুনির্দিষ্ট তারিখের প্রয়োজন হবে না।



