দিল্লিতে ‘ধর্ষণচেষ্টা’র পর ভবন থেকে ফেলা হলো নারীকে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪২ পিএম, ১৪ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

ভারতের রাজধানী দিল্লিতে একটি ভবনে ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণচেষ্টার পর অর্ধনগ্ন অবস্থায় চার তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

গত বৃহস্পতিবার রাত থেকে দিবাগত রাতের মাঝামাঝি কোনো এক সময়ে দিল্লির রোহিনীর বেগমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ওই নারীর অবস্থা গুরুতর। এখন পর্যন্ত তাঁর কোনো বক্তব্য রেকর্ড করতে পারেনি পুলিশ। তাঁকে ধর্ষণচেষ্টায় জড়িত সন্দেহে এক যুবককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশের ভাষ্য, ওই নারী বৃহস্পতিবার তাঁর এক বন্ধু, ছেলে বন্ধু ও ২২ বছর বয়সী সন্দেহভাজন ওই যুবকের সঙ্গে বেরিয়েছিলেন। পথে ওই যুবক নিজ বাড়ি থেকে গাড়ি নিয়ে তাঁকে (নারী) পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

 

এদিকে ওই নারীর ছেলেবন্ধু ও অপর বন্ধু রামবিহার এলাকা থেকে অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে তাঁরা দেখলেন, লোকজন একদিকে দৌঁড়াচ্ছে। কাছে গিয়ে তাঁরা জানতে পারলেন, চার তলা থেকে একজন নারীকে ফেলে দিয়ে এক যুবক পালাচ্ছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

পুলিশের ধারণা, সন্দেহভাজন ওই যুবক ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু বাধা দেওয়ায় তিনি তাঁকে ওপর থেকে ফেলে দেন।

 

পরিবারের ভাষ্য, ওই নারীকে ধর্ষণচেষ্টায় যুক্ত ছিল দুজন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।

আপনার মতামত লিখুন :