ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৩ এএম, ২০ আগস্ট ২০১৭
Kanpur: Rescue and relief works in progress after the Indore-Patna express derailed near Kanpur Dehat on Sunday morning. PTI Photo (PTI11_20_2016_000159B)

স্টাফ রির্পোটার:>>>

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এতে ৭২ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি।

 

স্থানীয় সময়  শনিবার সন্ধ্যা ৬টার দিকে মোজাফফরনগরের খাতাউলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল রাজধানী দিল্লি থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধারে হাত লাগান।

 

পুরি-হরিদ্বার উৎকল এক্সপ্রেস নামের ওই ট্রেনটি উড়িশ্যা রাজ্যের পুরি শহর থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে যাচ্ছিল। ট্রেনটিতে ১৪টি বগি ছিল। দুর্ঘটনায় একটি বগি ছিটকে গিয়ে রেললাইনের পাশের একটি বাড়িতে আঘাত হানে। অপর দুটি বগি একটির ওপর আরেকটি উঠে যায়।

 

ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানান, তদন্তে কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

পরে আরেকটি টুইট বার্তায় দুর্ঘটনায় সব হতাহতদের উদ্ধার করা হয়েছে বলে জানান সুরেশ।

আপনার মতামত লিখুন :