বিশ্বের প্রথম হুইলচেয়ার সুন্দরী

গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আয়োজন করা হয় বিশ্বের প্রথম হুইলচেয়ার সুন্দরী প্রতিযোগিতার। প্রথম এ আয়োজনে বিশ্ব হুইলচেয়ার সুন্দরীর মুকুট উঠেছে বেলারুশের মনোবিজ্ঞানের শিক্ষার্থী আলেকসান্দ্রা চিচিকোভার মাথায়।
মকুট জয়ের পর উত্সবের সন্ধ্যায় ২৩ বছর বয়সী চিচিকোভা বলেন, ‘নিজের উদ্বেগ আর ভয়ের বিরুদ্ধে লড়াই কর।’ বিশ্বের ১৯টি দেশের ২৪ জন সুন্দরী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীরা নিজ নিজ দেশের জাতীয় পোশাক ও সান্ধ্যপোশাক পরে কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক পরিসরে প্রথম এ ধরনের আয়োজনে পোল্যান্ডের আদ্রিয়ানা জাওয়ািজনস্কিকে পেছনে ফেলে রানারআপ হন দক্ষিণ আফ্রিকার লেবোহাং মোনায়ািস। হুইলচেয়ারে বসা নারীদের নিয়ে এ প্রতিযোগিতার লক্ষ্য, যাতে তাদের কেবল একটি বৈশিষ্ট্য দিয়ে যেন বিচার না করা হয়। প্রতিযোগিতা সম্পর্কে এমনটাই জানিয়েছেন আয়োজনের সহ-প্রতিষ্ঠাতা ও জুরি প্রেসিডেন্ট কাতাজিনা ওয়েতাসজেক-জিনালস্কা। সুন্দরী এ প্রতিযোগিতার আয়োজক ছিল পোল্যান্ডভিত্তিক অনলি ওয়ান ফাউন্ডেশন।
বেসরকারি সংস্থাটি জাতীয় পর্যায় থেকে বা যেসব দেশে এ ধরনের প্রতিযোগিতা নেই, তাদের মধ্য থেকে প্রতিযোগীদের বেছে নিয়েছে। কেবল সৌন্দর্যই মুখ্য বিষয় নয়, বলেন কাতাজিনা। যিনি নিজেও হুইলচেয়ারে রয়েছেন। তিনি বলেন, অবশ্যই সৌন্দর্য একটা বিষয় কিন্তু আমরা বিশেষ করে অংশগ্রহণকারীদের ব্যক্তিত্ব, দৈনন্দিন কার্যক্রম, তাদের সামাজিক জীবন, পরিকল্পনার প্রতি মনোযোগ দিয়েছি।