কাল আদালতে যাবেন না খালেদা জিয়া

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

স্টাফ রির্পোটার : জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাই তিনি বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) হাজিরা দিতে আদালতে উপস্থিত হতে পারবেন না।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাফাই সাক্ষীর দিন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিন ধার্য রয়েছে।

আপনার মতামত লিখুন :