কাঠমান্ডু থেকে যেভাবে নিয়ে আসা হবে লাশ

স্টাফ রিপোর্টারঃ>>>
ইউএস বাংলার বিধ্বস্ত বিমান নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের শনাক্ত করণের চেষ্টা করছেন তাদের নিজ স্বজনরা। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় লাশগুলোর অবস্থা এতটা বিকৃত হয়ে পডেছে যে লাশ শনাক্তকরণ ও অনেক কঠিন হয়ে যাচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই নির্দিষ্ট প্রক্রিয়া শেষে বাংলাদেশিদের লাশ নিয়ে আসা হবে ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শনাক্ত করার পর ইউএস বাংলা তাদের নিজস্ব খরছে লাশগুলো ঢাকায় নিয়ে আসবে। তবে ঢাকায় পাঠানোর সময় পোস্টমর্টেম রিপোর্ট, কাঠমান্ডু পুলিশের রিপোর্ট, দূতাবাসের রিপোর্ট এই তিনটি কাগজ অবশ্যই লাগবে লাশের সাথে। তবে এসব রিপোর্ট পেতে কোনও সমস্যা হবে না। নেপাল ও বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ঢাকা থেকে ইউএস বাংলা’র ওই বিমানের বাংলাদেশি যাত্রীদের আত্মীয়-স্বজনরা নেপালে পৌঁছানোর পরপরই মৃতদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিমানের ৩২ যাত্রী ও চার ক্রুয়ের মধ্যে এখন পর্যন্ত তাদের কাছে ১০ জনের বেঁচে থাকার তথ্য আছে। ২৬ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তারা। মৃতদের লাশ বিকৃত হয়ে যাওয়ায় শণাক্তকরণ অনেক জটিল হয়ে পড়েছে।
বাংলাদেশিদের আগত ১০ জনের সবাই মঙ্গলবার দুপুর পর্যন্ত কাঠমান্ডু মেডিক্যাল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। পররাষ্ট্র দফতর থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেডিক্যাল টিম রেডি আছে। নিদের্শ পেলেই তারা কাঠমান্ডু যাবে।