মওদুদের নাইকো মামলার স্থগিতাদেশ আপিলে বহাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ের ফলে তার বিরুদ্ধে মামলা আপাতত স্থগিত থাকছে।
এ মামলায় জারি করা রুল আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। এ সময় পর্যন্ত মওদুদের বিরুদ্ধে এই মামলার কার্যক্রম চলবে না।
এ সময় মওদুদ আহমদের পক্ষে তিনি নিজেই আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। আর দুদকের পক্ষে খুরশিদ আলম খান উপস্থিতি ছিলেন।
আদেশের পর দুদকের আইনজীবী জানান, এ আদেশের ফলে কেবল মওদুদের অংশের ওপর স্থগিতাদেশ বহাল থাকল।
এর আগে ১ ডিসেম্বর মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট।