নিহত ২৩ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে নেপাল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২১ পিএম, ১৯ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ ত্রিভুবন ইউনির্ভাসিটি টিচিং হাসপাতাল থেকে দূতাবাসে হস্তান্তর করা হয়েছে। এখানে ১ম জানাজার পর মরদেহ ত্রিভুবন বিমানবন্দরে নেয়া হবে।

সোমবার সকালে নেপালে বাংলাদেশ দূতাবাসে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। এর পর দুপুরে তাদের দেশে আনা হবে এবং বিকাল ৪টায় বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলায় মরদেহ নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জিএস নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে বাকি তিন বাংলাদেশির মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এ তিনজনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয়, তা হলে সময় লাগবে আরও ১০-২২ দিন।

 

অন্যদিকে বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তাদের কিছুটা মানসিক অসুস্থতা রয়েছে এখনো, যার চিকিৎসা চলমান রয়েছে। দুই সপ্তাহের মধ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে তারা।

 

নিহতদের স্বজনরা সোমবার ভোর ৬টায় এসে কাগজপত্রসহ মরদেহ নিয়ে অ্যাম্বাসিতে (দূতাবাসে) যাওয়ার কথা রয়েছে। সেখানে তাদের প্রথম জানাজা হবে। এর পর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মরদেহগুলো বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। মরদেহের স্বজনদের নিয়ে একটি বিমান বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। এর আধা ঘণ্টা পর মরদেহ নিয়ে রওনা হওয়ার কথা দুটি বিমান।

 

একটি ইউএস-বাংলার বিমান এবং আরেকটি এয়ারফোর্সের বিমান। এয়ারপোর্টে দুজন করে স্বজন ভেতরে ঢোকার সুযোগ পাবেন। নেপাল থেকে যে স্বজনরা বাংলাদেশ ফিরবেন তারা ইমিগ্রেশনের কাজ শেষ করার পর অপেক্ষা করবেন। কে কোথায় মরদেহ নিতে চান ইউএস-বাংলাকে জানালে মরদেহ সেখানে পৌঁছে দিবেন তারা। মরদেহের সংখ্যা অনুযায়ী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বিমানবন্দরে করা থাকবে।

 

২৩ বাংলাদেশির মধ্যে যারা  রয়েছেন- বিমানের পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, কেবিন ক্রু খাজা হোসেন মো. শফি

এবং যাত্রী ফয়সাল আহমেদ, বিলকিস আরা, মোসাম্মৎ আখতারা বেগম, মো. রকিবুল হাসান, সানজিদা হক, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, শিশু তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এসএম মাহমুদুর রহমান, তাহিরা তানভীন শশী রেজা,

শিশু অনিরুদ্ধ জামান, মো. নুরুজ্জামান ও মো. রফিকুজ জামান। এ ছাড়া রোববার শেষ বিকালে ওই বিমানের ক্রু শারমিন আক্তার নাবিলার লাশ শনাক্ত হয়।

আপনার মতামত লিখুন :