ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০১ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

ভারতের মুম্বাইয়ের শহরতলীতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের গোরেগাওয়ের আরেয়া কলোনিতে।

হেলিকপ্টারটি বেসরকারি প্রতিষ্ঠান আমান এভিয়েশনের একটি হেলিকপ্টার। তিনটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে এসে এর আগুন নিয়ন্ত্রণে আনে। হেলিকপ্টারটি জুহু এয়ারপোর্ট থেকে উড়েছিল বলে জানা গেছে। বি-৪৪ এই হেলিকপ্টারটি নিছকই পর্যটকদের মনোরঞ্জনের জন্যই উড়েছিল বলে খবর। আমান এভিয়েশনের এই কপ্টারটি পবনহংস সংস্থার তৈরি বলে জানা গেছে।

জানা গেছে, হেলিকপ্টারটিতে ছিল চালকসহ চারজন। এদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে।

আপনার মতামত লিখুন :