রমজানে শেয়ারবাজারে নতুন সময়সূচি

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৩ পিএম, ১৩ মে ২০১৮

অনলাইন ডেস্ক:>>>

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে বলে ডিএসই জানিয়েছে।

এদিকে রমজান মাস উপলক্ষে লেনদেন সময়ের পাশাপাশি ডিএসইর অফিস সময়েরও পরিবর্তন করা হয়েছে। রোজায় ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর আবার ডিএসইর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

আপনার মতামত লিখুন :