ব্যাংকিং খাতে অভিরাম লুটপাট চলছে’ইঃ মেনন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৩ এএম, ২৬ জুন ২০১৮

জিএস অনলাইন ডেস্ক:>>>

ব্যাংকিং খাতকে অযৌক্তিক সুবিধা প্রদান করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যাপক সমালোচনা করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘বাজেটে ব্যাংকের মালিকরা সর্বোচ্চ সুবিধা পেয়েছেন। অথচ ব্যাংকিং খাতে নির্বিচারে লুটপাট, ঋণ খেলাপি এবং অর্থপাচারের ঘটনা ঘটেই চলেছে।’

 

 

 

 

 

সোমবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মেনন এসব কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির প্রধান বলেন, জীর্ণ ব্যাংকিং খাতের কারণে দেশের মানুষ অনেক কষ্ট ভোগ করছে। ‘ব্যাংকিং খাতের মূলধনের ঘাটতি সাধারণ মানুষের করের টাকায় পূরণ করা হচ্ছে। বাজেটে করপোরেট কর কমানোর প্রস্তাব করা হয়েছে,’ বলেন তিনি।

 

 

 

মন্ত্রী বলেন, সাম্প্রতিককালে সরকার আইন সংশোধন করে ব্যাংকগুলোকে পারিবারিক মালিকানায় তুলে দেয়া হয়েছে। ‘এই ব্যাংক মালিকরাই গার্মেন্টসের মালিক, বীমার মালিক এবং আবাসন কোম্পানির মালিক,’ বলেন তিনি।

এসময় বঙ্গবন্ধু পাকিস্তান আমলে ২২ পরিবারের কাছে মাথা নত করেন নাই উল্লেখ করে মেনন বলেন, ‘আর এখন ব্যাংকারস অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিচ্ছে সিআরআর কত হবে, ঋণের সুদ কত হবে, আমানতের সুদ কত হবে। অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এখন ঠুঁটো জগন্নাথ।’

 

 

 

তিনি আরো বলেন, বাজেটে গরিবের সঞ্চয় এবং মধ্য আয়ের গোষ্ঠীর ওপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়েছে।

এসময় সঞ্চয়ের ওপর সুদের হার না কমানোয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেন মেনন। তবে তিনি উল্লেখ করেন, অর্থমন্ত্রী বাজেটের পর এটা কমাবেন কিনা তা উল্লেখ করেননি। ‘তিনি সেই নিশ্চয়তা দেননি,’ বলেন মেনন।

 

 

 

অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য খুব বেশি দৃশ্যমান। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ অর্থনৈতিক পরিসংখ্যানও তাই বলেছে।

এসময় তিনি বাজেটের বিভিন্ন ইতিবাচক দিকও তুলে ধরেন।

 

 

 

চলমান মাদকবিরোধী অভিযান সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বন্দুকযুদ্ধ কোনো সমাধান নয়। ‘সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাদের সম্পত্তি জব্দ করা উচিত,’ বলেন তিনি।

শুধু চুনোপুঁটিদের ধরলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, ‘রাঘব বোয়ালদের জালে আটকাতে হবে। সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।’

এসময় দুর্নীতির বিরুদ্ধে অভিযানে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দেবেন বলেও আশা প্রকাশ করেন মেনন।

বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আগামী নির্বাচনে মহাজোটের জয় ছাড়া কোনো বিকল্প নাই।

 

 

 

তিনি বলেন, যদি বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে তাহলে সরকারের সব অর্জন ধ্বংস হয়ে যাবে। ‘তাদের ষড়যন্ত্র চলছে,’ যোগ করেন তিনি।

মেনন বলেন, ‘ভোটের হিসাব করতে গিয়ে হেফাজতের তোষণ, কারিকুলাম পাল্টে দেয়া, ভাস্কর্য অপসারণ সংসদের কিছু আসন দিয়ে খুশি করা, এসব হবে নির্বুদ্ধিতা। সাপ খোলস বদলায়, কিন্তু দাঁতের বিষ ঠিকই থাকে।’-ইউএনবি

আপনার মতামত লিখুন :