বেনাপোল স্থল বন্দরে ভারতীয় মালবাহী ট্রাকে আগুন

নিজস্ব প্রতিনিধিঃ>>>
যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারতীয় একটি মালবাহী ট্রাকে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাকটি বেনাপোল বন্দরের বাইপাস সড়কে পার্কিং অবস্থায় এ আগুন লাগে। আগুনের খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ট্রাকে থাকা কি পরিমাণের মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় ডব্লিউবি ৮৪৭৭ নম্বরের গাড়ি নিয়ে চালক বাংলাদেশে প্রবেশ করেন। এসময়ে পোর্টের মধ্যে অন্যান্য গাড়ি থাকায় পোর্টের মধ্যে ঢুকতে পারেনি। যে কারণে বেনাপোল বন্দরের দক্ষিণ পাশের রাস্তায় মালবাহী গাড়িটি পার্কিং করে রাখে গাড়ির চালক। রাত ১০টার দিকে হঠাৎ করে ট্রাকটিতে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে সাথে সাথে বেনাপোল ফাইয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
উল্লেখ্য, গত দু’সপ্তাহ আগেও ভারতীয় একটি মালবা ট্রাকে একই ভাবে আগুন লেগেছিল।
বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম জানান, আগুন লাগার খবর শোনার সাথে সাথে ফাইয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি বলে তিনি জানান।