আজ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪১ পিএম, ২৮ জুন ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>>

আজ (বৃহস্পতিবার) ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পাস হবে। তবে তার আগে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। কিছু কিছু বিষয়ে কাজ করছি। এগুলো খুব বড় কিছু না।

 

 

অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, প্রস্তাবিত বাজেটের বেশ কয়েকটি বিষয়ে ছোটখাটো পরিবর্তনের বিষয়ে প্রস্তাবনা দিতে পারেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক খাতের করপোরেট ও সবুজ শিল্প কর, আইসিটির ওপর বর্ধিত কর প্রত্যাহার অন্যতম। এছাড়া বিনিয়োগ বাড়ানো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বারোপ করতে পারেন বলে মনে করা হচ্ছে। পরে সে আলোকেই বাজেট পাস হবে।

 

উল্লেখ্য, গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার (যা জিডিপির ১৮.৩ শতাংশ) বিশাল বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।

আপনার মতামত লিখুন :