নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে বিমান ছিনতাই চেষ্টা!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী চিত্রনায়িকা শিমলার ব্যর্থ প্রেমিক বলে জানা গেছে। শিমলার প্রেমে ব্যর্থ হয়ে সাগর নামে ওই যুবক এ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এ বিষয়ে চিত্রনায়িকা শিমলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাকে  এসএমএস করা হলেও এ খবর লেখা পর্যন্ত (রোববার সন্ধ্য ৭টা ৩২ মিনিট) কোনো উত্তর পাওয়া যায়নি।

বিমানে প্রেমিক সাগর অস্ত্র নিয়ে অবস্থান করছে বুঝতে পেরে যাত্রীরা পাইলটকে অবহিত করলে তিনি দ্রুত বিমানটি অবতরণ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক।

সূত্রঃ সময় নিউজ

আপনার মতামত লিখুন :