সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এগিয়ে বিএনপি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৬

জি এস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত ৩, আওয়ামী লীগের ১, জাতীয় পার্টির ১ ও বাকী ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন-সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (১, ২, ৩) মাকসুদা মোজাফফর (গ্লাস) বিএনপি, ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫, ৬) মনোয়ারা বেগম (মোবাইল) আওয়ামী লীগ, ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮, ৯) রেহানা পারভীন (আনারস) স্বতন্ত্র, ৪ নম্বর ওয়ার্ডে (১০, ১১, ১২) মনোয়ারা বেগম (মোবাইল) স্বতন্ত্র, ৫ নম্বর ওয়ার্ডে (১৩, ১৪, ১৫) শারমিন হাবিব বিন্নি (বই) জাতীয় পার্টি, ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭, ১৮) আফসানা আফরোজ (বই) বিএনপি, ৭ নম্বর ওয়ার্ডে (১৯, ২০, ২১) শিউলী নওশাদ (বই) স্বতন্ত্র, ৮ নম্বর ওয়ার্ডে (২২, ২৩, ২৪) শাওন অংকন (বই) বিএনপি এবং ৯ নম্বর ওয়ার্ডে (২৫, ২৬, ২৭) হোসনে আরা (চশমা) স্বতন্ত্র।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

 

আপনার মতামত লিখুন :