আত্মসমর্পণ করলেন দুই নারী জঙ্গি

নিজস্ব প্রতিবেদক: দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। রাজধানীর দক্ষিণখানে নব্য জেএমবির একটি আস্তানায় পুলিশের অভিযানের পর তারা আত্মসমর্পণ করেন। তাদের সঙ্গে দুটি শিশুও রয়েছে।
সকাল সাড়ে নয়টার দিকে ওই দুই নারী জঙ্গিকে পুলিশের একটি গাড়িতে তুলে নেওয়া হয়।
ধারনা করা হচ্ছে, আগের অপর অভিযানে নিহত জঙ্গি নেতা মেজর জাহিদের স্ত্রী রয়েছেন এদের মধ্যে।
এর আগেই পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছিলো তারা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে তারা জেনেছেন এরা নব্য জেএমবির সদস্য। সেখানে নারী ও শিশু রয়েছে। তাদের জীবিত ধরার চেষ্টা চলছিলো।
গোপন তথ্য পেয়ে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকেই পুলিশ দক্ষিণখানের সূর্যভিলা নামের বাড়িটি ঘেরাও করে রাখে। এরপর সাড়ে নয় ঘণ্টা পরে দুই নারী জেএমবি সদস্য দুটি শিশুকে নিয়ে বের হয়ে আসে।
তিন তলা বাড়িটির নিচ তলায় এই জঙ্গিদের অবস্থান ছিলো।