ভিপি নুরের ওপর হামলার মামলা ডিবিতে

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৯

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমগুলোকে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হামলার ঘটনায় নুর বাদী হয়ে যে মামলাটি করেছিলেন সেটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ভিপি নুরের পক্ষে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় মোট ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :