এফডিসি যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গত বৃহস্পতিবার ৩১ জুলাই লন্ডনের 252-256 Romford Road, Forest Gate-এ ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী এ আয়োজন ছিল বর্ণাঢ্য ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে কাজী গোলাম সারওয়ার (বাহার) কে সভাপতি এবং এএসএম দিদারুল আলম (দিদার) কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আবুবক্করের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়, এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।
এফডিসি যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা জনাব মোজাম্মেল হক ভূঁইয়া নবগঠিত কমিটি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন কাজী গোলাম সারওয়ার (বাহার) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এএসএম দিদারুল আলম (দিদার)।
এফডিসি’র স্বপ্নদ্রষ্টা সভাপতি জনাব গোলাম মাওলা চৌধুরী আমেরিকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সকল ফেনীবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।