ফেনীতে জিএস আইটি শপ’র যাত্রা শুরু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৭ এএম, ২১ এপ্রিল ২০১৮

প্রেস বিজ্ঞপ্তি:>>>

ফেনীর অন্যতম স্বনামধন্য সফটওয়্যার কোম্পানী গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ এর সিস্টার কনসার্ন জিএস আইটি শপ চলতি মাসে যাত্রা শুরু করু করে।

 

জিএস আইটি শপে (WWW.gsitshop.com) কম্পিউটার, ল্যাপটপ, টিভি, মোবাইল, সিসি টিভি ক্যামেরা থেকে শুরু করে সকল ধরনের আইটি পন্য পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মুল্যে।

 

জিএস আইটি শপ এর ম্যানেজার মিশু মজুমদার বলেন, ফেনীর গনমানুষের জীবন যাত্রা আরেকটু সহজ করে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের প্রত্যেকটি পন্যে কোয়ালিটি নিশ্চিত করছি। বাজারে অত্যন্ত সুলভ মুল্যে প্রত্যেকটি পন্য বিক্রি করা হচ্ছে। যে কোন পন্য মাত্র ২৪-৪৮ ঘন্টায় ডেলিভারি দিতে প্রস্তুত আমরা। ক্রেতাদের সন্তুষ্ট করতে পারাই আমাদের মুল লক্ষ্য।

 

জহিরুল হক নামের একজন ক্রেতা বলেন, এখন পর্যন্ত ফেনীতে ব্যাপক সাড়া পেলেছে এই জিএস আইটি শপ। একসময় অনলাইন পন্য ঢাকা-চট্রগ্রাম থেকে ক্রয় করতে হত ফেনী বাসীকে। সেই অভাব পূরণ করতে সক্ষম হয়েছে জিএস আইটি শপ

আপনার মতামত লিখুন :