১২ হাজার ৯৯৯ টাকায় অফিস পিসি দিচ্ছে জিএস আইটি শপ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১২ পিএম, ২১ এপ্রিল ২০১৮

জিএস আইটি শপ অফিস, বাসা, ট্রেনিং সেন্টার বা ফ্রিল্যান্সিং-এর প্রায় সকল ধরনের কাজের উপযোগী ডেস্কটপ কম্পিউটার দিচ্ছে মাত্র ১২ হাজার ৯৯৯ টাকায়। অফিস পি-১ পিসিতে রয়েছে প্রসেসর ইন্টেল কোরটুডুয়ো ২.২০ গিগা হার্জ, র‌্যাম ২ জিবি ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৭ ইঞ্চির এলইডি মনিটর।

 

পাশাপাশি ২৪ হাজার ৯৯৯ টাকায় কোরআই-৩ ও ৪১ হাজার ৯৯৯ টাকায় কোরআই-৫ প্রসেসর সংবলিত ডেস্কটপ পিসি দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফেনীর মধ্যে অফিস ডেলিভারি পাওয়া যাবে। রয়েছে ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

 

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.gsitshop.com এই ঠিকানায়।—বিজ্ঞপ্তি

আপনার মতামত লিখুন :