দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই দেয়া হবে: পলক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

২০২১ সালের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে শুধু বিশ্ববিদ্যালয় নয়, প্রাইমারি স্কুল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাইয়ের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করা হবে।’

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে আরো যোগ্য এবং দক্ষ করে ইতোমধ্যে দেশের প্রায় ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই সেবা চালুর সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই সরবরাহ করা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন। ‘ফ্রি ওয়াইফাই’ স্থাপনে সহযোগীতা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘আমার কোম্পানিজ’।

পলক বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিদের্শনায় আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছি। প্রতিবছর আমরা প্রায় সাড়ে ছয় লাখ গ্রাজুয়েট পাচ্ছি, ১০ হাজার আইটি গ্রাজুয়েট পাচ্ছি। এই শিক্ষিত জনবলকে বিশ্বমানের প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তুলেত আমরা কাজ করছি।’

আপনার মতামত লিখুন :