ফেনীতে লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা হবো জয়ী, আমরা দূর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে আইসিটি হবে হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় ফেনী শহরের জহির রায়হান মাঠ প্রাঙ্গন দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আমিন-উল আহসান। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী পর্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন-উল আহসান, বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
এসময় উদ্যোগক্তাদের অনুপ্রেরণা ও অভিজ্ঞতা বিনিময়ের উপর আলোচনা
রাখেন, বিলেন্সার এর কমিউনিটি এম্বাসেডর এস.এম. আসিফ বিন ইউসুফ, গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও ফ্রিন্যান্সার মেহেরাব হোসেন মেহেদী, জি.এস টেকনলোজী লিঃ এর সি.ই.ও মোহাম্মদ ইউনুস। মেলায় বিভিন্ন উদ্যোগক্তা ব্যক্তি ও ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ, ফেনী ইউনিভার্সিটি, ফেনী পলিটেকনিক ইসস্টিটিউট, আই.সি.এস.টি, মহিপাল সরকারি কলেজ, সার্ভবক্সসহ ৪০টিরও বেশি স্টল বসে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।