মানুষের ভাব দেখে মনে হয়েছে আমি বিরাট কোন অপরাধ করে ফেলেছি। বিয়ে করতে চাওয়া কি অপরাধ?

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

তিনদিন পর অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন ইমরান খান। একে একে ছয়টি টুইট করে সমালোচকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, বিয়ে করতে চাওয়া কি অপরাধ?

ইমরান খান টুইটে জানান, তিনদিন ধরে আমি খুব অবাক হচ্ছি। আমি কি ব্যাংক লুট করেছি নাকি মুদ্রা পাচার করেছি? দিনেদুপুরে কাউকে খুনের নির্দেশ দিয়েছি নাকি ভারতের কাছে দেশের গোপন বার্তা ফাঁস করে দিয়েছি?

আমি এসবের কিছুই করিনি। অথচ মানুষের ভাব দেখে মনে হয়েছে আমি বিরাট কোন অপরাধ করে ফেলেছি। বিয়ে করতে চাওয়া কি অপরাধ?

 

গত শনিবার তৃতীয়বারের মতো বিয়ে করার ঘোষণা দেয় ইমরান খান। পাঞ্জাবের এক আধ্যাত্মিক নেতা বুশরা মানেকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর থেকেই সমালোচনার মুখে সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ। বিদ্বেষপূর্ণ প্রচারনার সমালোচনা করে ইমরান খান বলেন, এসব আমার সন্তান ও বুশরার পরিবারের জন্য খুব বিব্রতকর।

তেহরিক-ই ইনসাফ দলের প্রধান আরও বলেন, আমি নওয়াজ শরিফ পরিবারের ব্যক্তিগত অনেক কথাই জানি তারপরও  তা প্রকাশ করার মতো নোংরা কাজ করতে চাই না। শেষ টুইট বার্তায় তার দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার ব্যক্তিগত সুখের জন্য দোয়া চান।

আপনার মতামত লিখুন :