যেসব কারণে সালমান খান এখনও কুমার

অবশ্য একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে বলিউডে বিরল নজিরই গড়েছেন বলিউডের এই সুপারস্টার। কখনও ঐশ্বরিয়া রাই বচ্চন, সংগীতা বিজলানি, কখনও ক্যাটরিনা আবার হালের সোনাক্ষি, ডেইজি, জারিন কিংবা জ্যাকুলিনকে সালমান খানের প্রেমিকার তালিকা দেখা যায়। কিন্তু কারও সঙ্গেই ঘর বাঁধেননি তিনি।
শুধু পর্দায় নন, পর্দার বাইরেও নানা ঘটনার জন্য আলোচিত তিনি। কিন্তু তারপরও ভক্তদের কাছে সব সময় প্রিয় তিনি। বলিউডের বাকি দুই খানের তুলনায় সালমানের ভক্ত সংখ্যাও একটু বেশিই। বিশেষ করে বাণিজ্যিক মুভিতে অভিনয়ের জন্যই তার এই এগিয়ে থাকা। কিন্তু বলেউডের এই খান ৫২’তে এসেও বিয়ের পথ মাড়াননি খান সাহেব। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তিনি।কিন্তু এখনও পর্যন্ত কেনো বিয়ে করেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই খোলাসা করলেন এই তারকা। যেখানে তিনি বলেন, তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান মাত্র ১৮০ রুপি দিয়ে বিয়ে করেছিলেন। আর এখনকার দিনে একটি বিয়ের পেছনে লাখ লাখ বা কোটি কোটি রুপি খরচ করে ফেলে মানুষ। আর এই পরিমাণ অর্থ নাকি খরচ করার সামর্থ নেই সালমানের। তাই তিনি এখনও সিঙ্গেল।
বিয়ে না করার জন্য নির্মাতা সুরজ বরজাতিয়াকেও দায়ী করেছেন সালমান খান। তার মতে, ‘হাম আপকে হ্যায় কৌন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবি দুটিতে বিয়ের অনুষ্ঠান বড় করে দেখানোর জন্যই নাকি এখনকার দিনে মানুষ লাখ লাখ ও কোটি কোটি রুপি খরচ করছে।
রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, ববি দেওলসহ প্রমুখ।
ফের সালমান খানকে হত্যার হুমকি, শুটিং বন্ধ
ঢাকা: ফের খুনের হুমকি দেওয়া হল সালমান খানকে। হুমকি পেয়ে প্রথমে ভয় পাননি সালমান খান। কিন্তু, শুটিংয়ের সময় অস্ত্র নিয়ে সেটে ঢুকে হুমকি দেওয়া হলে, স্তম্ভিত হয়ে যান সালমান। অভিনেতার যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য বন্ধ করে দেওয়া হয় ‘রেস থ্রি’-র শুটিং। এরপর পুলিস এবং নিরাপত্তা রক্ষীরা একযোগে এসকর্ট করে শুটিং সেট থেকে বাড়িতে নিয়ে যান সালমান খানকে।
বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘রেস থ্রি’-র সেটে অস্ত্র নিয়ে দুষ্কৃতী ঢুকে পড়লে, সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। এরপর সাবধানে বাড়ি নিয়ে যাওয়া হয় সালমানকে। কড়া নিরাপত্তার মোড়কে এরপর শুটিং সেট থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলিউডের ‘ভাইজান’-কে।
এ বিষয়ে সালমানের বাবা সেলিম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কী ঘটেছে, সে বিষয়ে সঠিক খবর নেই তার কাছে। তবে এই প্রথম নয়, যখন সালমানকে খুনের হুমকি দেওয়া হল। এর আগেও বেশ কয়েকবার সালমানকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তার বাবা।
মুম্বই মিরর-এর খুর অনুযায়ী, লরেন্স বিশনোই নামে রাজস্থানের এক গ্যাংস্টারই সালমানকে হুমকি দিয়েছেন। তবে ‘বজরঙ্গী ভাইজান’র যাতে কোনও ক্ষতি না হয়, সে বিষয়ে তত্পর পুলিস প্রশাসন।