বাটিক শপের কর্ণধার সুজানা

স্টার্ফ রিপোর্টার:
বাংলাদেশি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। অসংখ্য জনপ্রিয় গানের সাথে মিউজিক ভিডিওতে অনন্যরুপে ধরা দিয়েছেন সুজানা। এছাড়াও বেশকিছু জনপ্রিয় নাটকেও কাজ করেছেন সুজানা। এবার আসছেন অন্য পরিচয়ে।
কী সেই পরিচয়? স্বাভাবিকভাবেই সুজানা ভক্তদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে। সুজানার নতুন পরিচয় হচ্ছে এবার তিনি একটি বাটিক হাউজ চালু করতে যাচ্ছেন। সুজানার ভাষ্যমতে, ‘একাই এবার একটি বাটিক শপ দিচ্ছি ছোট করে।’ অর্থাৎ বাটিক শপের কর্ণধার সুজানা।
জানা গেছে, সুজানার নতুন এই বাটিক শপের নাম সুজানা’স ক্লোজেট। আগামী ৬ এপ্রিল রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে কাছের মানুষদের উপস্থিতিতে এই ফ্যাশন হাউজ চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে শো-রুমের সাজানো গোছানোর কাজ সম্পন্ন হয়ে এসেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর।