আহমেদ শরীফকে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫১ এএম, ০৩ এপ্রিল ২০১৮

জিএস অনলাইন>>
বাংলাদেশের চলচ্চিত্র ও নাটক অভিনেতা আহমেদ শরীফ।চেক জালিয়াতির একটি মামলায় অভিনেতা আহমেদ শরীফকে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  একই সাথে তাকে এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন।

এ মামলার বাদী মোশারফ হোসেন সুমন  জানান, প্রায় এক লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন তিনি।  ওই মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তৎকালীন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত। পরে আহমেদ শরীফ জামিন নিলে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।

মোশারফ আরো জানান, এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ হলে বিচারক আজ মামলাটিতে রায় দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

জানা যায়, মামলার বাদী মোশারফ হোসেন অভিনেতা আহমেদ শরীফের কাছে এক লাখ ৬৭ হাজার টাকা পাবেন। এ জন্য আহমেদ শরীফ তাকে চেক দেন।  ২০১৪ সালের ২২ মে মোশারফ চেকটি উত্তরার একটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যান (ডিজঅনার) হয়। দ্বিতীয় বারের মতো মোশারফ একই বছরের ১১ ডিসেম্বর চেকটি জমা দিলে সেবারও তা প্রত্যাখ্যান হয়।

দেশের চলচ্চিত্র ও নাটকে কয়েক দশক ধরে অভিনয় করছেন আহমেদ শরীফ। খল চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন।

আপনার মতামত লিখুন :