সালমান-ক্যাটরিনা জুটিকে নিয়ে ধুম ৪

অনলাইন ডেস্ক:>>>
ধুম সিরিজের চতুর্থ সিকুয়ালে যেমন ধুম ফোর দেখা যায় তার সালমান ক্যাটরিনাকে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টগর জিন্দা হ্যায়’ -র পরে আবার জুটি বাঁধে দেখা যাবে সালমান-ক্যাটরিনাকে
যশরাজ ফিল্মস এর একক সফল ছবির মধ্যে একটি ‘ধুম’। অ্যাকশন ডিজাইনার এই ছবির প্রেক্ষাপটটি এখন পর্যন্ত ছবির 3 টি সিকুয়েল মুক্ত হয়েছে। আর তাই তাই শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে ছবিটি পরবর্তী কিস্তি ‘ধুম ফোর’ কাজ।
সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান অভিনেত্রী ‘রেস থ্রি’ আর এর পর পরের সিনেমা ‘দাবাং থ্রি’ এর কাজ শেষ হয়ে গেছে এই সুপারস্টারকে। বর্তমানে মার্কিন মুলুককে সালমানের ‘দাবাং’ টিম।
‘ধুম’ এর আগের তিনটি কিস্তিতে ভিলেন হিসাবে দেখা হয়েছে যথাক্রমে জন আব্রাহাম, হৃত্বিক রোশন এবং আমির খানকে। শোনা যাচ্ছিলো ‘ধুম ফোর’-এ দেখা যাবে শাহরুখ কিন্তু শেষ পর্যন্ত যশরাজ ফিল্মস সালমানের সাথে চুক্তিটি করা হয়েছিল।
‘টগর জিন্দা হ্যায়’ পরে ‘ধুম ফোর’-এ এখন ছয় বারের মতো সালমান এবং ক্যাটরিনার জোড়া জোড়া বাঁধে দেখা যাবে।