চুরির অভিযোগ দীপিকার বিরুদ্ধে !

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩১ পিএম, ১০ জুলাই ২০১৮

জিএস অনলাইন:>>>

দীপিকা পাডুকন ফ্যাশনটি সোশাল মিডিয়ায় চর্চার শেষ নেই। এখন তার ইন্সপেক্ট পোস্ট করা সাম্প্রতিক একটি ছবি নিয়েও শুরু হয়েছিল তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে, তাও আবার লুক চুরির লাল ভেলভেট সেরী পরে আছে দীপিকা, চুপচাপ লাল গজাল গোলাপ। এবং সঙ্গে সঙ্গে নেটিজেনদের মনে পড়ে আন্নাসকা শর্মার কথা। বিয়ের আশীর্ব্বা সময় অঞ্ছকাকে দেখা যায় ঠিক যেমন রক্তনালী ভেলভেট সরি এবং চুলে লাল গোলাপে।

সে সরি ডিজাইন করা সব্যসাচী ফলে নেটিজেনরা প্রশ্ন করছেন, দীপিকা কি অঞ্ছককে অনুপ্রাণিত করেই ‘চুরি’ করার সিদ্ধান্ত নিয়েছে? নাকি অন্য কিছু যাই হোক, আনুশকা রুপে সবার সামনে এসে বেশ আলোচনায় দীপিকা। যদিও এই নায়িকা এই আলোচনা-সমালোচনা নিয়ে ভাবছেন না। ভাবছেন নিজের নতুন ছবি নিয়ে সঙ্গে এটি এখন ব্যস্ত তিনি

আপনার মতামত লিখুন :