মেয়ে হয়েও যে কারণে শাহরুখের ওপর নজর রাখতেন সুহানা!

gs news 24gs news 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

বলিউড বাদশা শাহরুখের দিকে নজর রেখেছিল মেয়ে সুহানা। শাহরুখ যেন সঠিক সময়ে শুটিং সেটে পৌঁছায়। এজন্য একজন অভিভাবকের মত দায়িত্ব পালন করেছে সুহানা। তবে কথা ছিল অন্যতম তারকা ক্যাটরিনা ও আনুশকার দিকে নজর রাখার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার প্রতি মেয়ের এমন দায়িত্ব পালনের কথা প্রকাশ করেছেন শাহরুখ। মেয়ে সুহানাকে নিয়ে তিনি বলেন, জিরোর শুটিংয়ে ক্যাটরিনা আর আনুশকার প্রতি সুহানাকে নজর রাখতে বলেছিলাম। কারণ ওরা দু’জনে দু’টো আলাদা ঘরানার অভিনেতা। ক্যাটরিনা ও আনুশকার অভিনয় দেখে ওর শেখার কথা ছিল। তবে ওরা সুহানাকে আমার ওপর নজর রাখতে বলেছিল। যাতে আমি সঠিক সময়ে শুটিংয়ে পৌঁছাই। এজন্য সুহানা বলত, বাবা শট রেডি।

শাহরুখ খানের ‘জিরো’ ব্যবসা সফলের তালিকায় আসতে পারেনি। জিরোর পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছে সুহানা। আর এজন্যই শাহরুখের জীবনস্মৃতিতে এই সিনেমাটি আলাদা মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন :