ফেনীতে উঠোন সভায় রোকেয়া প্রাচী

স্টাফ রিপোর্টার:>>>
গুণী অভিনেত্রী রোকেয়া প্রাচী। এই সময়ে অভিনয়ের চেয়ে সামাজিক কাজকর্ম নিয়েই বেশী ব্যস্ত। দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের। সম্প্রতি ফেনীর সোনাগাজীর ৫নং চরদবেশ ও ১নং কাজিরহাট সুইসগেটে ‘উঠান বৈঠক’ ও ৯নং ওয়ার্ড বাজারে সামাজিক ঐক্য পরিষদে ‘বাজার বৈঠক’ নামে তিনটি বৈঠকে হাজির হন। সেখানে এলাকার সাধারণ জনগণের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। বর্তমান সরকারের নানামূখী উন্নয়নের রুপরেখা তুলে ধরে তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি বর্তমান সরকারের জনমত তৈরিতে মত বিনিময় করেন।
রোকেয়াপ্রাচী নতুন তার নতুন উদ্যোগ প্রসঙ্গে বলেন,‘ দীর্ঘদিন থেকেই আমার এলাকা ফেনির সোনাগাজীর সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সুখ দুখের খবর নিচ্ছি। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলাপ করছি। সেই ধারাবাহিকতায় এবার এখানকার সবার সঙ্গে উঠান বৈঠক ও বাজার বৈঠক নামে দুটি বৈঠকে অংশ নিয়েছি। এখানে সবার সঙ্গে নানা বিষয়ে মত মিনিময় করছি। আওয়ামীলীদের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছি।’
এ সময় তার সঙ্গে ছিলেন স্থানী চেয়ারম্যান, মেম্বার ও এলাকার তরুণ সমাজ।
রোকেয়া প্রাচী মানবকণ্ঠকে জানিয়েছেন, স্বপ্ন সাজাই ফাউন্ডেশন এর মাধ্যমে ফেনী সোনাগাজীর স্কুল কলেজ এবং মাদরাসায় বঙ্গবন্ধুর ইতিহাস , মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন তিনি।