নগ্নতাকে পুঁজি করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জিতলেন এভ্রিল!
বিনোদন ডেক্স:>>>
এভ্রিল না আমিনা ? কি নাম তার? তাকে ঘিরে রয়েছে নানান প্রশ্ন। জান্নাতুল নাঈম এভ্রিল (মাফিয়া গার্ল) বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একটি নাম। সে বাংলাদেশের হাইস্পিড লেডি বাইক রাইডার বলে পরিচিত ছিল কিন্তু তাকে বর্তমানে সবাই এক নামে চিনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ।
লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর মুকুট মাথায় পরার পর থেকে তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। এভ্রিল সম্পর্কিত নানান তথ্য ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিলের আসল নাম জান্নাতুল নাঈম আমিনা।

বর্তমানে সকল খবরের শীর্ষে অবস্থান দখল করে নিয়েছেন এভ্রিল (আমিনা)। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এভ্রিলের বিকিনি পরা অর্ধনগ্ন ছবি ভাইরাল হওয়ায় তাকে নিয়ে নানান প্রকার মন্তব্য করেছেন নেটবাসিরা। বাঙালি মেয়ের পরনে শাড়ীর পরিবর্তে ওয়েস্টার্ন বিকিনি যেনো চমকে দিয়েছে সাধারণ জনগণদের। সোস্যাল মিডিয়াতে এখন ভেসে বেড়াচ্ছে এভ্রিলের সেই অর্ধনগ্ন ছবি গুলো আর তাকে ঘিরে গুঞ্জনের অন্ত নেই।
অনেকে এভ্রিলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেছেন, তাহলে কি অর্ধনগ্ন হয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জিতলেন এই সুন্দরী?
উল্লেখ্য, আমেনা তথা এভ্রিলের জন্ম চট্টগ্রামের একটি সাধারণ কৃষক পরিবারে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এভ্রিলের বাড়ি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তার বাবা তাহের মিয়া। তারা দুই ভাই, দুই বোন। এসএসসি পরীক্ষার আগেই বিয়ে করেছিলেন এভ্রিল।

২০১৩ সালের ২১ মার্চ চন্দনাইশ পৌর এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মুনজুর উদ্দিনকে বিয়ে করেন এভ্রিল। তাঁদের বিয়ের দেনমোহর ছিল আট লাখ টাকা। বিয়ের উকিল হন মেয়ের বাবা তাহের মিয়া। বিয়েতে কাজী ছিলেন আবু তালেব। একই বছরের ১১ জুন তালাকনামায় সই করেন জান্নাতুল নাঈম। 
যদিও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রথম শর্ত অবিবাহিত হতে হবে। কিন্তু এভ্রিল তার বিয়ের বিষয় গোপন করায় এভ্রিলের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব বাতিল করা হয়েছে।
তবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর খেতাব বিষয়টি নিয়ে বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নতুন বিজয়ীর নাম ঘোষণা করা হবে নাকি এভ্রিলকেই বিজয়ী হিসেবে রাখা হবে তা হয়ত সংবাদ সম্মেলনের পরই বুঝা যাবে।



