বিকাশ, রকেটসহ মোট ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদকের

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১২ এএম, ০৬ এপ্রিল ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে বিকাশ, রকেট, এসএ পরিবহন, সুন্দরবন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার এ সব প্রতিষ্ঠানের কাছে নয় ধরনের তথ্য ও নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, ঘুষ, মাদকসহ অবৈধ ব্যবসার অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে বিকাশ, রকেট, এসএ পরিবহন, সুন্দরবন ও কন্টিনেন্টাল কুরিয়ারের কাছে তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। এছাড়া রকেটের মূল প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংকের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম কবিরকে ১৫ এপ্রিল এবং বিকাশ লিমিটেডের জেনারেল ম্যানেজার রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হুমায়ুন কবীরকে ১২ এপ্রিল সকাল ১০টায় তলব করা হয়েছে।

আপনার মতামত লিখুন :