বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার>>>
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৩৩ হাজার লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় ৷ অথচ আমাদের দেশে বছরে যদি ১০টি লোকও নিহত হয়, এটিই বড় করে দেখা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজার লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়৷ তার মানে, প্রতিদিন কত লোক কিল্ড হয়৷ আমেরিকার টেলিভিশনে কখনও এগুলো দেখায় না যে, কাকে মেরে ফেলল৷
আর আমাদের এখানে বছরে যদি ১০টি লোক কিল্ড হয়, এটিই বড় করে দেখান।
ইউরোপের কথা যদি বলি- সেখানে টেররিজম হলেই ওদের সঙ্গে সঙ্গে মেরে ফেলে৷ ওদের বিচার কোর্টে হয় না? আমাদের দেশে কিন্তু কোর্টে গিয়ে ওদের বিচার হয়৷
মানবাধিকার কোন দেশে কত আছে, সেটি যদি আপনি হিসাব করেন, আমরা অনেক ঊর্ধ্বে আছি৷ কিন্তু আমাদের পত্রপত্রিকা, আমাদের মিডিয়া এগুলো নিয়ে খুব সোচ্চার৷ সোচ্চার হোক আপত্তি নেই৷
কারণ আমরা চাই, আমাদের সরকার চায়- একটি লোকও যেন বিনাবিচারে হত্যার শিকার না হয়৷ তবে তারপরও হয়৷ কিন্তু আমাদের সংখ্যা অনেক কমে গেছে৷
২০০২, ২০০৩, ২০০৪ সালে আপনি শুনেছেন বিচারবহির্ভূত হত্যা কত হয়েছে- ১২০০৷ আর এখন সারা বছরে কয়টা হয়েছে? একটিও আমি চাই না৷ কিন্তু ১০-১২টাও যদি হয় তা-ও আমার জন্য দুঃখ।



