টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি থেকে অনুমতি পেলেন সাকিব আল হাসান।
স্টাফ রির্পোটারঃ>>>>>>>
আরব আমিরাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অনুমতি পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এই অনুমতি দিয়েছেন। তবে এক্ষেত্রে সাকিবকে পুরোপুরি ফিট থাকতে হবে। যদি না থাকেন তাহলে এনওসি (অনাপত্তিপত্র) নিয়েও খেলতে পারবেন না।
সম্প্রতি টি-টোয়েন্টি এক্স টুর্নামেন্টে খেলার জন্য আগামী ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এনওসি চান সাকিব। তার ইনজুরির কথা চিন্তা করে প্রাথমিকভাবে তাতে ইতিবাচক সাড়া দেয়নি বিসিবি।
তবে সাকিব আল হাসান বলেছিলেন, নিজেকে সুস্থ মনে হলেই তবেই তিনি এই লিগ খেলবেন।
শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে এসেছে বোর্ড। অবশেষে তাকে অনুমতি দেয়া হল।
বিশ্বসেরা অলরাউন্ডারকে অনাপত্তিপত্র দেয়ার ব্যাখ্যা দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
প্রসঙ্গত, বিগ বাজেটের টি-টোয়েন্টি খেলতে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড মিলার, এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি ও আন্দ্রে রাসেলের মতো তারকারা।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



