ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেটে ফেনীর কাছে রাঙ্গামাটির ১৬৮ রানে হার
ক্রীড়া প্রতিবেদক:>>>
আরবার,আধিক,অনিক,মারুফ ও শাহরিয়ারের অসাধারন ব্যাটিং আর বোলিং এ ফেনী টানা ৩য় ম্যাচে রাঙ্গামাটি জেলাকে ১৬৮ রানে হারিয়েছে ফেনী। রবিবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফেনী টসে জিতে প্রথমে করে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২২ রান করে ফেনী।ফেনীর পক্ষে আবরার ৬৮, আধিক ৩৮,অনিক ২৫, ও মারুফ ২১ রান করে। জবাবে রাঙ্গামাটি ব্যাট করতে নেমে শাহরিয়ারের বলে একের পর এক উইকেট হারিয়ে ৫৪ রান করে অল আউট হয়ে যায়। শাহরিয়ার ১৮ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন। এর আগে ফেনী ৯৯ রানে নোয়াখালীকে ও ৪০ রানে লক্ষীপুরকে হারায়।ফেনী জেলা দলের কোচ রিয়াজ উদ্দিন রবিন জানান,আগামী ম্যাচ গুলোতেও ফেনী জিতবে সেই আশাই তিনি করেন।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



