আমি মরিনি, বেঁচে আছি: আকমল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৫ পিএম, ০১ ডিসেম্বর ২০১৭

স্পোর্টস ডেস্ক:>>>>

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলের। দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য তিনি। এরই মধ্যে পেলেন দুঃসংবাদ। তাও ছোটখাট কোনো দুঃসংবাদ নয়, একেবারে নিজের ‘মৃত্যুর’ খরব।
হ্যাঁ, সম্প্রতি কাকতালীয়ভাবে আকমলের ‘মৃত্যুর’ গুজব ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় রব উঠে, ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে দাঙ্গায় মারা গেছেন তিনি।
কথায় আছে, দুঃসংবাদ বাতাসের আগে উড়ে। গুজবটিও রটে যেতেও সময় লাগেনি। ক্ষণিকেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
এর নেপথ্যে অবশ্য যুক্তিসঙ্গত কারণও আছে। সোশ্যাল মিডিয়ায় যে ব্যক্তির ছবি শেয়ার করা হয়, তার চেহারা অনেকটা আকমলের মতোই। দ্বিতীয় কারণটি হচ্ছে, ওই আন্দোলনে বেশ কয়েকজন মারাও যান।
এই খবর পাকিস্তানের হার্ডহিটারের কানে এসে পৌঁছায় গেলো সোমবার। যা পেয়ে রীতিমতো হতভম্ব, ভ্যাবাচেকা বনে যান তিনি।
পরে টুইট করে ঘটনার রহস্যের জট খোলেন আকমল, ‘আমি বেঁচে আছি। লাহোরে সম্পূর্ণ সুস্থ আছি। আপনারা চিন্তা করবেন না। সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়া খবর গুজব। সেই ব্যক্তি আমি না।’
পাকিস্তানের হয়ে ১১৬টি ওয়ানডে খেলে ৩ হাজার ৪৪ রান করেছেন উমর আকমল। শুরুতে তাকে ভাবা হচ্ছিল সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান। তবে নানাসময় বিতর্কিত কাণ্ডে জড়িয়ে নিজের ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। দেশের হয়ে তিনি সবশেষ ওয়ানডে খেলেন চলতি বছরের জানুয়ারিতে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :