সোনাগাজীর মজুপুরে কলিম চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্বোধন

হাবীবুল ইসলাম রিয়াদ :>>>
সোনাগাজীর মজুপুরে কলিম চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ফেনী আইটি সেন্টারের যৌথ উদ্যোগে আত্ম উন্নয়ন মূলক কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন বিষয়ক প্রকল্প এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আগামী নভেম্বর থেকে প্রশিক্ষন শুরু হয়ে প্রতি শুক্রবার ক্লাসের মাধ্যমে তিন মাস প্রশিক্ষন কার্যক্রম চলবে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হবে।
কলিম চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্বোধন করেন তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সাইফ উদ-দৌলা চৌধুরীর সহ ধর্মিনী সাহিদা সাইফ চৌধুরী।
তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাঞ্জিরুল আজিম চৌধুরী রক্তিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সোনাগাজী ডেভেলপমেন্ট ফোরাম (এসডিএফ) এর সাধারণ সম্পাদক রবিউল হাসান, ফেনী আইটি সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক এম শরিফ ভূঞা, তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরণ চন্দ্র পাল, নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর প্রমুখ।