টুইটারে টপ ট্রেন্ড ‘হ্যাশট্যাগ-গো-ব্যাক-মোদি
আন্তর্জাতিক ডেক্সঃ>>>>
একদিকে পাকিস্তানে টুইটারে জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে ‘হ্যাশট্যাগ-নোবেল-পিস-ফর-ইমরান-খান’, অন্যদিকে ভারতে ‘হ্যাশট্যাগ-গো-ব্যাক-মোদি’ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির টপ ট্রেন্ড।
যেখানে ভারতীয় সাধারণ জনগণ মোদি সরকারের ব্যাপক অনিয়মের কথা তুলে ধরছেন।
শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় ওয়েবসাইট ‘ট্রেন্ডস24’র বরাত দিয়ে এই তথ্য জানায় পাকিস্তানের গণমাধ্যম ‘জিওটিভি’। এতে বলা হয়, শুক্রবার সকাল থেকে টুইটারের টপ ট্রেন্ডে ছিল এটি।
টুইটার ব্যবহারকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির সঙ্গে তার সরকারের দুর্নীতি ও অনিয়মের চিত্র শেয়ার করে বলছেন, যারা এখনও মনে করেন মোদি ভারতে শান্তি আনবে,তাদের জন্য একরাশ করুণা। বিশেষত পাক-ভারত চলমান উত্তেজনার সময়ে নির্বাচনী কাজে বেশি সময় দেওয়ায় সমালোচিত হন মোদি।
ভিনা দে নামের এ টুইটার ব্যবহারকারী একঠি ছবি শেয়ার করেছেন, যেখানে নরেদ্র মোদি একজন সেনা ও কৃষকের কাপড় দিয়ে তার তার দলীয় পতাকা সেলাই করছেন।
কার্টুনটির ক্যাপশনে ভিনা দে লেখেন, নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী। যিনি সেনাবাহিনী ও কৃষকদের শেষ করে দিচ্ছেন।
এক টুইটার ব্যবহারকারী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর একটি ছবি শেয়ার করেন, যাতে পাকিস্তানে কথিত সন্ত্রাসী শিবিরে হামলা চালিয়ে তিন শতাধিক জঙ্গি নিহত করা সংক্রান্ত ভারতের দাবিটি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।
প্রভা নামের অন্য একজন লিখেছেন, গতকাল মোদি বলেছেন যে, আমার বিশ্বাস তামিলনাড়ুতে বিজেপি সবচেয়ে বেশি সফল হবে। অথচ তামিলনাড়ু থেকেই ‘গো ব্যাক মোদি’ আওয়াজ উঠেছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সময়ে একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে বাঘ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের শুটিংয়ে গিয়েছিলেন মোদি। নৈনিতাল নামক জায়গার জিম করবেট জাতীয় উদ্যানে সেদিন দুপুরে শুটিং শুরু হয়েছিল।
বিকালে পুলওয়ামায় বিস্ফোরণের খবর আসার পরও শুটিং বন্ধ করেননি মোদি। সন্ধ্যা পর্যন্ত শুটিং শেষ করে চায়ের আড্ডায় খোশগল্পে মেতে ওঠেন তিনি।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তখন বলেছিলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রীর উচিত ছিল তাৎক্ষণিক শুটিং বন্ধ করে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করা। তা না করে তিনি শুটিংয়ে মগ্ন ছিলেন। এরপর চায়ের আড্ডায় মেতেছেন।
কংগ্রেস মুখপাত্র বলেছেন, যেখানে সিআরপিএফের ৪০ বাঘ নিহত হয়ে গেল, আর প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে আছেন বনের বাঘ নিয়ে।



